প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সো ইমেজিং দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ আকারাজু। তারা জানান, এই প্রযুক্তি প্রথমে দেশের শীর্ষ হাসপাতালগুলোতে ব্যবহৃত হবে, এরপর ধাপে ধাপে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত বিস্তৃত করা হবে।
বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তি বিশেষজ্ঞ ও এক্সোর সিটিও ইউসুফ হক বলেন,
“এই পোর্টেবল আল্ট্রাসাউন্ড সহজে বহনযোগ্য। ডাক্তার ও নার্সরা শিগগিরই এটিকে স্টেথোস্কোপের মতো ব্যবহার করতে পারবেন। এতে প্রত্যন্ত অঞ্চলেও উন্নত রোগ নির্ণয় পৌঁছে যাবে।”
এআই-চালিত এই যন্ত্রটি—
হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যান্সার, ফুসফুসের রোগ, থাইরয়েড সমস্যা
গর্ভাবস্থাজনিত জটিলতা
প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে সহায়ক হবে।
এক্সোর সিইও সন্দীপ আকারাজু বলেন, বাংলাদেশ হচ্ছে এশিয়ার প্রথম দেশ যেখানে এই প্রযুক্তি ব্যবহার শুরু হচ্ছে। বর্তমানে এটি শুধু যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হচ্ছে এবং ইতোমধ্যেই ইউএস এফডিএর অনুমোদন পেয়েছে। শিগগিরই মেক্সিকোসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে চালু হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ উদ্যোগকে “বিজ্ঞান কল্পকাহিনির মতো শোনালেও বাস্তবে স্বাস্থ্যসেবায় এক বিপ্লব” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন,
“চিকিৎসা শুরু হয় রোগ নির্ণয়ের মাধ্যমে। অনেক সময় পরীক্ষার জন্য অপেক্ষা করতে গিয়ে রোগীরা কষ্টে পড়ে। এই প্রযুক্তি সরাসরি রোগীর কাছে নির্ণয় পৌঁছে দেবে।”
এক্সোর বোর্ড সদস্য এবং ইন্টেল করপোরেশনের সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক বলেন,
“বাংলাদেশের মতো দেশে এটি একটি গেম চেঞ্জার। বিশ্বের প্রায় ৮০% মানুষ উন্নত স্বাস্থ্যসেবার বাইরে। এ ধরনের যন্ত্র সেই ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে।”
এক্সো এমন সফটওয়্যার তৈরি করছে যা—
জরুরি রোগীর অগ্রাধিকার নির্ধারণ করবে
ফলো-আপ রিমাইন্ডার পাঠাবে
রোগী ও চিকিৎসকের মধ্যে সহজ যোগাযোগ নিশ্চিত করবে
সিইও আকারাজুর ভাষায়, “এটাই টেলিমেডিসিনের পরবর্তী ধাপ।”
সাক্ষাৎকালে বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এক্সো ইমেজিং প্রেস ব্রিফিং, ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা
রয়টার্স হেলথ টেকনোলজি রিপোর্ট
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |