ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ আগের চেয়ে দ্রুততম সময়ে অবসান হবে। গতকাল শুক্রবার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে,
ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনেকে গতকাল সাক্ষাৎকার দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি।’
যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে আমরা এই নির্দিষ্ট দিন–ক্ষণ জানি না বলেও মন্তব্য মন্তব্য করেন জেলেনস্কি।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারির ২০ তারিখ তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।