আওয়ামী লীগ রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আব্দুস সালাম।
তিনি বলেন,
এ দেশের মাটিতে চোরের কোনো ঠাঁই নাই। আগামী নির্বাচনে দেশবাসী বিএনপিকে ক্ষমতায় ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে আব্দুস সালাম বলেন,
ভারত ও আওয়ামী লীগের প্রেতাত্মারা কাঁধে ভর করে দেশ চালাতে চাইলে, মানুষ তা মেনে নিবে না। দেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই।
এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি দেশবাসীকে আগামী নির্বাচন পর্যন্ত সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খালেদ হাসান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক আবুবকর সিদ্দিক, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে সাবেক এমপি ডা. ছালেক চৌধুরীকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নিয়ামতপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নব-নির্বাচিত সভাপতি ছালেক চৌধুরী দীর্ঘদিন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। দীর্ঘ ১০ বছর পর নিয়ামতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, শামীম রেজা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির বাচ্চু।