রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সরকার নির্ধারিত ৪৫ টাকা কেজির বদলে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
হঠাৎ আলুর দাম বাড়ার কারণ অনুসন্ধানে শনিবার সকাল ৮টার দিকে রাজধানীতৈ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এ সময় ব্যবসায়ীদের কাছে দাম বাড়ার কারণ জানতে চান কর্মকর্তারা। যাচাই করেন রশিদ ও ক্যাশ মেমো।
তবে আড়তদারদের দাবি, অকারণে তাদেরকে হেনস্তা করা হচ্ছে। হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রি হচ্ছে, তাই সেখানে অভিযান চালালেই সুফল মিলবে।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন,
আড়তদাররা হিমাগার মালিকদের নামে অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এটিকে আড়তদারদের দাম বাড়ানোর একটি অজুহাত বলছেন তারা।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন,
‘আমাদের উপস্থিতি টের পেয়ে আড়তদাররা জানিয়েছে আজ ৫৮ টাকা করে আলুর দাম নির্ধারণের নির্দেশনা পেয়েছেন। তবে, ক্যাশ মেমোতে তারা ৬২–৬৩ টাকাতে তারা বিক্রি করেছেন। আর খুচরা পর্যায়ের বিক্রেতারা আমাদের দেখে তাদের দোকান রেখেই পালিয়ে যাচ্ছেন।’
এদিকে অভিযান চলাকালে বাড়তি দামে আলু বিক্রি ও পাকা রশিদ দেখাতে না পারায় কারওয়ান বাজারের ৩ আড়তদারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরপুর শাহ্ আলী সিটি মার্কেটে অভিযানে ক্রয় রশিদ না পাওয়ায় ৩ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।