ফের জয়-বঞ্চিত ব্রাজিল

চেনা ছন্দে ফেরা হয়নি ব্রাজিলের। আরো একবার জয়-বঞ্চিত সেলেসাওরা। বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারলেন না ভিনিসিউস-রাফিনিয়ারা। উরুগুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই ছাড়তে হয়েছে মাঠ।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। তবে ঘরের মাঠ সালভাদোরে জয়ের দেখা পায়নি ব্রাজিল। ১-১ সমতায় নিষ্পত্তি হয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি লড়াই।

তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। তবে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ভিনিসিউস জুনিয়র। আর ৩৫তম মিনিটে রাফিনিয়ার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তবে সবচেয়ে বড় সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে।

তবে সাফল্য আসেনি। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল জেসুস হেড করলেও তা ব‍্যর্থ করে দেন উরুগুয়ে গোলরক্ষক। অপরদিকে নিজেদের রক্ষণভাগেই বেশি মনোযোগ দিয়েছে উরুগুয়ে। ফলে প্রথমার্ধ ছিল গোল শূন্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালো সুযোগ পায় ব্রাজিল। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি লক্ষ‍্যে সাভিনিয়ো। এরপর রাফিনিয়া আরো একটা সুযোগ সাজালেও, ভিনিসিউস তা কাজে লাগাতে পারেননি। তার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

তবে দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে ব্রাজিলকে চমকে দিয়ে হঠাৎ উরুগুয়ে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের বাঁকানো শট নাগালে পাননি ব্রাজিলের গোলরক্ষক এডারসন। ধাক্কা খায় ব্রাজিল।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ৭ মিনিট পর দূরপাল্লার শটে দারুণ এক গোলে সমতায় ফেরে ব্রাজিল। রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করতে গিয়ে রদ্রিগো বেন্তানকু সফল হননি। সুযোগ পেয়ে জাল খুঁজে নেন গারসনে।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোল আসেনি। দু’দল মেতে ওঠে সুযোগ হাতছাড়া করার লড়াইয়ে। ফলে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলের।

এই ড্রয়ে আবারো পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে সেলেসাওরা। আর ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেল উরুগুয়ে। ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা।

আরো পড়ুন

admin

'বাংলাদেশ প্রতিদিন'দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলী নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এগুলি দেশের জনগণের মূল আগ্রহ ও উদ্বেগের বিষয়গুলিকে প্রতিফলিত করে। আপনি যদি বাংলাদেশ প্রতিদিনের সাম্প্রতিক প্রতিবেদনগুলি পড়তে চান, তাহলে থাকুন আমাদের সাথে

Related Posts

গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দেওয়ার আহ্বান

২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। এমনকি…

Continue reading
ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে বুধবার (২০ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির করা হয়। এজলাস কক্ষে কান্নায় ভেঙে পড়ে এ সময় তিনি বলেন, আমি শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিলাম। আমি কোনো শিক্ষাথীকে হত্যা করিনি। আমাকে বাঁচান। আন্তর্জাতিক অপরাধ…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ফের জয়-বঞ্চিত ব্রাজিল

গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দেওয়ার আহ্বান

  • By admin
  • November 20, 2024
গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দেওয়ার আহ্বান

ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি

  • By admin
  • November 20, 2024
ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

আর্জেন্টিনাকে জিতিয়ে মেসি শুনলেন, তাঁর কোচ আর থাকছেন না

  • By admin
  • November 20, 2024
আর্জেন্টিনাকে জিতিয়ে মেসি শুনলেন, তাঁর কোচ আর থাকছেন না

নিন্দা জানানোর ভাষা আমার নেই : ফারুকী

  • By admin
  • November 20, 2024
নিন্দা জানানোর ভাষা আমার নেই : ফারুকী