বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন,
হাসিনা অনেক ক্ষমতা দেখিয়েছে। কিন্তু হাসিনা কি এখন আছে? আমরা বারবার বলেছি, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার বড়াই করিয়েন না। গানে আছে, এক মুহূর্তের নেই ভরসা। কিন্তু উনি আমাদের কথা শোনেন নাই। যদি শুনতেন তাহলে পালাতে হতো না।
মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপেজলা হেলিপ্যাডে অনুষ্ঠিত বিএনপির নওগাঁর নিয়ামতপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাম।
আবদুস সালাম বলেন,
বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করেছে। গত ১৭/১৮ বছরে বিএনপির অসংখ্যা নেতাকর্মীকে বাড়ি-ঘর ছাড়া করেছে আওয়ামী লীগ। অনেক নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ। অনেক নেতাকর্মীকে গুম করেছে। কিন্তু বিএনপিকে দমানো যায় নাই।
আওয়ামী লীগের অপশাসনের ইতিহাস টেনে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন,
৭১’এর মার্চে আওয়ামী লীগ-শেখ মুজিব যেমন ভেগে গিয়েছিল তেমনি শেখ হাসিনা ভেগেছে। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭২’ থেকে ৭৫’ ঢাকার রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকত। ডাস্টবিনের খাবার নিয়ে মানুষ আর কুকুর টানাটানি করত। এই ছিল শেখ মুজিবের আমল। এই দেশে আওয়ামী লীগ কখনও জনগণের চিন্তা করে নাই। সেই আমলে আওয়ামী লীগ ছিল কম্বল চোর আর গত আমলে ছিল ভোট চোর।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নেওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।