জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের ব্যবসায়িক কার্যক্রম কানাডাতে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ফলে কানাডাতে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে শর্ট-ফর্ম ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম টিকটক-কে। তবে কানাডায় বসবাসকারীদের টিকটক ব্যবহারে কোনো বাঁধা নেই বলেও জানিয়েছে সরকার।চীন-ভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের ৫৮ লাখ ব্যবহারকারী রয়েছে কানাডাতে।
এখন প্রশ্ন হচ্ছে কী কারণে টিকটকের ব্যবসায়িক কার্যক্রম দেশটিতে বন্ধ করা হচ্ছে।
মূলত জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কানাডা সরকারের তরফ থেকে জানানো হয়েছে।দেশটির উদ্ভাবন বিষয়ক মন্ত্রী ফান্সোয়া-ফিলিপ শ্যাম্পেইন এক বিবৃতিতে বলেছেন, ‘কানাডাতে বাইটড্যান্স লিমিটেড তাঁদের কার্যক্রম পরিচালনা করতে চাইছে টিকটক টেকনোলজি কানাডা ইনকর্পোরেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এ সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু জাতীয় নিরাপত্তা ঝুঁকির মোকাবেলায় সরকার ব্যবস্থা নিচ্ছে।’