চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে এখনো চলছে পলিথিন। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার নির্দেশনা জারি হলেও বাজারে তা কার্যকর করা যাচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন পলিথিন বন্ধে অভিযান, সচেতনতাসহ নানা পদক্ষেপ নিয়েছে। তবে বিকল্প না থাকার অজুহাতে দোকানিরা ক্রেতাদের পলিথিনে পণ্য সরবরাহ করে চলেছেন এখনো।
পলিথিন নিষিদ্ধ করে উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানানো হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় থেকে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। দেশের জেলা-উপজেলা পর্যায়ে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে মন্ত্রণালয় জানিয়েছিল। সে অনুযায়ী চট্টগ্রামেও কার্যক্রম শুরু হয়েছে।