বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র জনতার বিপ্লবে পরাজিত শক্তি দেশ ও বিদেশে থেকে গভীর ষড়যন্ত্র করছে। রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট সৃস্টির যে কোনো ষড়যন্ত্র জাতীয় ঐক্য ও সংহতির মধ্য দিয়ে প্রতিরোধ করা হবে।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এই অভিযোগ করেন।
এ সময় তিনি আরও বলেন,
ফ্যসিবাদ বিরোধী ছাত্র জনতার বিপ্লবের বিজয় এবং সংস্কার, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে যে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। নতুন করে রাজনৈতিক বা সাংবিধানিক সঙ্কট যাতে সৃস্টি না হয়। সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
এর আগে হালুয়াঘাটের নাগলা বাজারে আমতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী উদ্যোগে বন্যা পরবর্তী মানুষদের চিকিৎসার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ মেডিকেল কলেজ ও মহানগর শাখার সহযোগিতায় এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১৫ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করেন। এসময় সেবাপ্রার্থী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পরান আলী কাঞ্চু। এতে আরও বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা.বদর উদ্দিন সোহেল, সহসাংগঠনিক সম্পাদক ডা. মো: সায়েম মনোয়ার, মমেক ডায়াবের সাধারণ সম্পাদক ডা.মাহমুদ হোসেন নাসিম, ডা. সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।