ক্রিকেট বোর্ড সংস্কার রূপরেখা নিয়ে প্রস্তুত নাজমূল আবেদীন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংস্কারের রূপরেখা সাজানোর কথা জানিয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন।

 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক নম্বর গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

নাজমূল আবেদীন বিসিবির হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩–এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমূল আবেদীন।

বাংলাদেশ ক্রিকেটে নানা ভূমিকায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি।

কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’
প্রস্তাব এলে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও বসতে আপত্তি নেই নাজমূল আবেদীনের, ‘অবশ্যই। সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহণ করব। শুধু আমার কথা নয়, যাঁরা এসব বিষয়ে অবগত আছেন, তাঁদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’

নাজমুল পরে যোগ করেন, ‘আমি যদি ফরমালি কিছু করি, আমি নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেনসিভ একটা রূপরেখা নিয়ে আসতে। যেন আমরা, যাঁরা দায়িত্বে আছেন তাঁদের সাহায্য করতে পারব। আমি আবারও বলি, এটা আমার ব্যাপার নয়। উপদেষ্টাদের কথা বললেন, তাঁরা চান সিস্টেমটাকে ঠিক করতে। যাঁরা সিস্টেম ভালোভাবে চালাতে পারবেন, সে–ই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখেন।’

ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার মতো দেশে ও দেশের বাইরে এমন অনেক যোগ্য লোক আছেন বলে জানিয়েছেন নাজমূল আবেদীন। তাঁর ভাষায়, ‘এটা আমার ব্যাপার নয়।সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে তারা তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানেই একটা প্রিভিলেজ। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবে। এখানে আমরা অনেক সেলিব্রেটিকে দেখতে পাই। কাজের মানুষদের দেখি না। তারা সবাই কাজের মানুষ।’

admin

'বাংলাদেশ প্রতিদিন'দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলী নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এগুলি দেশের জনগণের মূল আগ্রহ ও উদ্বেগের বিষয়গুলিকে প্রতিফলিত করে। আপনি যদি বাংলাদেশ প্রতিদিনের সাম্প্রতিক প্রতিবেদনগুলি পড়তে চান, তাহলে থাকুন আমাদের সাথে

Related Posts

ফের জয়-বঞ্চিত ব্রাজিল

চেনা ছন্দে ফেরা হয়নি ব্রাজিলের। আরো একবার জয়-বঞ্চিত সেলেসাওরা। বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারলেন না ভিনিসিউস-রাফিনিয়ারা। উরুগুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই ছাড়তে হয়েছে মাঠ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। তবে ঘরের মাঠ সালভাদোরে জয়ের দেখা পায়নি ব্রাজিল। ১-১ সমতায় নিষ্পত্তি হয়েছে লাতিন আমেরিকার…

Continue reading
আর্জেন্টিনাকে জিতিয়ে মেসি শুনলেন, তাঁর কোচ আর থাকছেন না

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে নিজেদের মাঠে আজ আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছে। দারুণ বাইসাইকেল কিকে গোলটা করেছেন লওতারো মার্তিনেস, তবে গোলটা গড়ে দেওয়ার পথে দুই-তিন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ড্রিবলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন লিওনেল মেসিও। বছরটা জয়ে শেষ করতে পারার তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে মাঠ ছাড়ার পরই একটা…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কমেছে পেঁয়াজের দাম

  • By admin
  • November 20, 2024
কমেছে পেঁয়াজের দাম
ফের জয়-বঞ্চিত ব্রাজিল

গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দেওয়ার আহ্বান

  • By admin
  • November 20, 2024
গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দেওয়ার আহ্বান

ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি

  • By admin
  • November 20, 2024
ছাত্রদের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

আর্জেন্টিনাকে জিতিয়ে মেসি শুনলেন, তাঁর কোচ আর থাকছেন না

  • By admin
  • November 20, 2024
আর্জেন্টিনাকে জিতিয়ে মেসি শুনলেন, তাঁর কোচ আর থাকছেন না